লোভী নারী ধন খোঁজে বোঝে না মন
সারাক্ষণ তার মন পেতে চায় পণ,
অন্যের ভালো দেখে হিংসায় মরে যায়
মুখোশের আড়ালে করে শত অন্যায়।


লোভী নারী অল্পতে থাকে নাতো তুষ্ট
ভালো সাজে বাইরে, ভেতরে সে দুষ্ট,
অন্তর জুড়ে বিষ কথা বলে হেসে
কতজন না বুঝে যায় তাতে ফেঁসে।


বিশ্বাস তার কাছে কচু পাতা মূল্য
কানাকড়ি কিছু পেলে ভাবে রাজতুল্য,
ভালবাসা বোঝে না, দেয় শুধু ফাঁকি
পরধন লোভে মন করে উঁকি উঁকি।


লোভী নারী নেয় শুধু ছলনার আশ্রয়
বাধাহীন হয়ে পড়ে, যদি পায় প্রশ্রয়,
যত পায় তত বলে, কিছু নাই কিছু নাই
অন্যকে ভোলাতে-সেজে থাকে হাইফাই।


সারাদিন মনে মনে এঁকে চলে কুটচাল
করতে পরের ক্ষতি, পেতে রাখে ফাঁদ জাল;
যার সংসারে আছে অতি লোভী রমণী
দুধ কলা দিয়ে সে পুষছে নাগিনী।