ঘুমের ঘোরে আমি আজো খুঁজে ফিরি
সেই প্রেম সেই ভালবাসা।
অথচ দেখো ! নিতান্তই একরোখা ও অবাধ্য ছিলাম আমি
তোমার বেপরোয়া ভালবাসায় !

ভালবাসা কিংবা প্রেম বুঝি এমনি হয় ?
যেমনটা শ্রাবণের মেঘে ঢাকা সূর্যের মতোন
আড়াল হয়ে যাওয়া দিনগুলি
পেছনে ফেলে আসা ঝাঁপসা দৃশ্যপট;
অথবা, স্মৃতির এ্যালবামে জমাট বাঁধা ধুলোর স্তর
কোনটিই বাদ যায়নি
তোমার ভালবাসা নামের খড়্গ থেকে !


তাইতো প্রথম প্রহর, দ্বিপ্রহর এমনকি শেষ প্রহরেও
তোমার ভালবাসারা এসে ভীড় করে
আমার প্রতিটি কষ্ট প্রহরে।