আজ খুব বেশী মনটা ভার, আজ খুব বেশী
আনাগোনা শ্রাবণের মেঘ চোখের পাতায়;
আজ খুব বেশী আলসেমি সকালের রোদে,
খুব বেশী অভিমান ঝরা পাতার বিষাদ।


আজ বিষণ্ণ সময়-নির্ঘুম রাত, স্বপ্নশূন্য বেঁচে থাকা
বুভুক্ষু মহাকাল রাতে কোটি শতাব্দীর শোকগাথা;
বিবেকের স্নায়ুকোষ স্পন্দিত বহুযুগ
                                          অস্থির হরতালে
বিকৃত গর্ভ মুমূর্ষু বিরহে ঘুমায় অনন্তকাল।


আজ খুব বেশী মনটা ভার, আজ খুব বেশী
পুঞ্জিভূত মেঘ চোখের পাতায়;
আজ সারারাত জেগে কষ্টের জলরঙে
                             সাজাবো কবিতার খাতা
আজ খুব বেশী অশ্রুসিক্ত দু'চোখের পাতা।