নিয়তির ঘোলাজলে ভাসিয়ে দিলাম ছোট্ট এই তরী,
ক্লান্ত হাতে বৈঠা বওয়ার চেয়ে
ভেসে ভেসে সে নিজেই খুঁজে নিক তার আপন ঠিকানা;
নিঃসঙ্গ অন্ধকার রাতে সিডরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে
বেদনার্ত অশ্রুতে ভিজে ভিজে সে শুদ্ধ হতে খুঁজুক-
আজন্ম শ্রদ্ধেয় নুনজিলির খেয়াঘাট।


আজ বিদঘুটে কালো মেঘে ঢেকে যাক চাঁদের নিলামি শোভা,
আকাশ ভেঙে বৃষ্টি নামুক, ধ্বসে পড়ুক শিলাবৃষ্টিরা এই পৃথিবীতে,
দুর্গন্ধময় পচা লাশগুলো ক্ষতবিক্ষত হয়ে ডুবুক অতলে আবার;


হৃদয়ের বৈঠায় এখনো বিষাক্ত রক্তের ছাপগুলো জং হয়ে কষ্টের আলপনা আঁকে
স্মৃতিকথারা উড়ে যায় প্রতিক্ষণ উজানের বাঁকে,
স্মৃতিময় লাশগুলো সেখানে একরাশ দুঃখ নিয়ে ভাসছে শ্যাওলার মতন,
বমিতে দম বন্ধ হয়ে যাওয়া লাশ! উদরে তাদের অজস্র ঘৃণার পুঁজ জমা_


১২/৭/২০১৭