কথায় কথায় হুকুম ছাড়েন
দেখান খালি মেজাজ
এই চাকরি ছাইড়া দিমু
করমু না আর কাজ।
পান থাইকা চুন খসলেই আপনি
ধরেন টাইনা কান
ছোটো বইলা তাইকি হামার
নাই কোনো সম্মান?
সকাল হইতে খাইটা মরি
মাঝ রাতে দেন ছুটি
একটু ভুলের জন্যে কতো
চাইপা ধরছেন টুঁটি!


শতশত পিচ্চি টোকাই
ইস্টিশনে ঘোরে
এই জীবনে শুনছেন কভু
না খাইয়া কেও মরে?
এখন থাইকাই ছাইড়া দিনু
হোটেল বয়ের চাকরি
সকাল থাইকা বাদাম বেচুম
মাথায় লইয়া টুকরি।
নিজের চাকরি নিজেই করুম
কেউ দিবি না গাল
চাকরি ছাইড়া ব্যাবসা ধরুম
যা থাকে কপাল।