কলমের কালি শেষ হয়ে গেছে
   যেখানে জীবন
গণিতের সমাধান মেলেনি তখনো নিখুঁত,
রাতের নির্জনতার মতো নিখাঁদ হয়নি সকাল
প্রিয় সব চাওয়া পূর্ণ করেনি স্বপ্নিল ঘোর।


অনুত্তরের বৃথা আয়োজন
জন্মান্তরের অনুর্বর ক্যানভাসে আঁকা


হিসেবের পৃষ্ঠাজুড়ে ঘুটঘুটে আঁধারের বিন্যাস__
তবুও, অচেনা আগ্নেয়গিরির লাভায় ঘুচাই দৈন্যতা,
বর্গাকৃতির চোখে জমা জল
     শুকিয়ে ফেলি রোজ
অগ্ন্যুৎপাতের উঞ্চ উত্তাপে।