কবিতার ডাক্তার কাটাছেঁড়া পেশা তার
ঢোপে যদি ধরা দেয়- কবি কোনো রোগী,
অ-কবি'র মনের ঝাঁঝ
কেটেকুটে কবিরাজ
গড়ে দেন কাব্য উপযোগী!


কাঁচাদের নাগালে পেলে হিচ্কা ঢেকুর তুলে
বিরক্ত অতিশয়, মহাশয় রেগে কয়__
'ছি:!
এসব কি লিখেছে ছাই!
ইচ্ছে করে পাতাগুলো ছিঁড়ে
মুড়ি ভাজা কিনে খাই'_


স্বপ্নেরা নির্বাক
প্রশ্ন করে ঘুরপাক!
চর্ম চক্ষুতে যদি থাকে কিঞ্চিৎ মান
নিজেদের সম্মান_একটু তো রেখে যান;


সম্পাদক মহাশয়
বিনাশ তাদেরই হয়
স্বপ্নকে পিষে যারা স্বার্থকে বেছে লয়।