একটি কবিতা লিখবো বলে
মরুর তপ্ত বালুচরে বসে আছি এই সন্ধ্যাবেলা,
যদিও জানি আমি এখানে কবিতা লেখার কিছু নেই!
চোখের সামনে শুধু বিস্তীর্ণ নুড়ি পাথর, শুষ্ক ঘাস
লু-হাওয়া আর পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রা ছাড়া
                              কিচ্ছু নেই এখানে ।


অবশ্য গত রাতের সাইমুম ঝড়ের মতো
সীমাহীন ঘৃণা আর থালা ভর্তি অপমান বারবার ফিরে আসে,
আর ফিরে আসে কিছু রূঢ় মানুষের কর্কশ কথা-প্রবঞ্চনা
                                                   অবজ্ঞার ডালি!


যতবার এখানে বিশুদ্ধ প্রেমের কবিতা লিখতে চেয়েছি আমি
ততবারই কবিতার খাতায় বিরহরা করেছে ভীড়
কলমের কালি ঘামের দুর্গন্ধ ছড়িয়েছে অবিরত।


এখানে নুনজিলির মতো পাল তোলা স্বচ্ছ নদী নেই
এখানে দুর্বার নরম বিছানা নেই
এখানে বাঁশ বাগানের উপরে মায়াবী চাঁদ ওঠে না
এখানে জোনাকিরা খেলার ছলে মেতে ওঠে না সন্ধ্যায়;
তাই বিশুদ্ধ প্রেমের পদ্য বিরহের ছোঁয়ায় একাকার হয় এখানে।

এখানে মাথার উপরে শুধু বিস্তীর্ণ বিষাক্ত আকাশ
বাতাসে কান্না শুনি জাহেলিয়ার নিষ্পেষিত নারীর হাহাকারে
আর নিশ্বাসে ধুলোর পারদে কেবলই দম বন্ধ হয়ে আসে ।


এখানে দুচোখ আমার পরিশ্রান্ত, স্নায়ু আমার স্থবির
জীবন আমার ক্লান্ত
কবিতারা আমার ঘামের গন্ধে দিশেহারা।


11-6-2016
Subhan Industrial Area, Kuwait