অঝোর আবেগে যখন বৃষ্টি নামে সন্ধ্যায়
অভেদ্য মন আমার পরে থাকে বৃষ্টির ভাঁজে;
ভাবনার আকাশে তখন নিজেকে নিজের মাঝে
                                          ডুবে রাখি আমি।
আমার ক্লান্ত দুচোখ অলক্ষ্যে প্রশ্ন করে বলে-
তুই ভালো আছিসতো ?


ভিজেছে মন শ্রাবণ বরষায়
ছুঁয়ে ছুঁয়ে গেছে বুনো ধরাতল।
তবুও কদিনের নিদ্রাহীন লাল চোখ
উপোস শরীর; স্যাঁতস্যাঁতে বিছানা
সবকিছু ছাপিয়ে একটি অন্ত্যমিল কবিতা লেখার ব্যাকুলতা !


মধ্যরাতে টিনের চালায় শ্রাবণের কান্না
দূর আকাশে কার যেন কর্কশ হাসি;
ধুর্; এসবে কি অন্ত্যমিল কবিতা লেখা যায় ?


এমন সময় ভালবাসার একটি হাত কপাল স্পর্শ করে বলে-
তোমার জ্বর-তো এখনো কমেনি-গো !
এ শরীর নিয়েও কিসের লেখালেখি ?
শুয়ে পড়ো মাথায় পানি দিতে হবে.....