কালো কাপড়ে কবির চোখ বাঁধা হলো
থেঁতলানো গাল-ঠোঁট বেয়ে তখনো রক্ত ঝরছিল অবিরাম
টেনে হিচড়ে কবিকে তোলা হলো পুলিশ ভ্যানে
কবিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে
আজই কবির ফাঁসি।


কবি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধটি করেছেন তাই
কোনো আইনজীবী কবির পক্ষে আদালতে লড়বে না
কবিকে কোন আত্মপক্ষের সুযোগ দেয়া হবেনা আজ
ফাঁসির আগে মনের শেষ ইচ্ছাও পূরণ করা হবেনা কবির।


কবির অপরাধ তিনি ঘূণেধরা মানুষের বিবেককে
জাগ্রত করতে চেয়েছিলেন,
শোষিতকে তিনি বিপ্লবের স্বপ্ন দেখাতেন;
তিনি দুখি মানুষের মুক্তির কথা বলেছিলেন
তিনি মানবতার কথা বলেছিলেন;
তিনি পুলিশকে সভ্য হতে বলেছিলেন
তিনি ধর্ষণ ক্রসফায়ার ও শিশু হত্যার বিরুদ্ধে
কবিতা লিখেছিলেন।


কবির অপরাধ তিনি কৃষকের অধিকারের কথা বলেছিলেন
কবির অপরাধ তিনি দুর্নীতি অর্থ পাচার ও
গণতেন্ত্রর কথা বলেছিলেন ।


লক্ষ লক্ষ মানুষ সীমাহীন অপরাধের জন্য কবিকে ধিক্কার ও
ঘৃণা জানাচ্ছে আজ!
তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে-
ফাঁসির পর ঘৃণাভরে মৃতদেহে থুথু নিক্ষেপ করার জন্য...


ঐ-তো কবিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে
লক্ষ জনতার সামনে এখনই কবির ফাঁসি কার্যকর করা হবে...


হঠাত স্মিত হাসি হেসে কবি বললেন, একবার,
একবার আমার চোখের বাঁধনটা খুলে দাও,
উপস্থিত জনতার উল্লাস দেখে অন্তত বোঝার চেষ্টা করি
'আমি কতটা অপরাধী...'