এই ভালবাসাহীন জীবনে ফাগুনের বসন্ত না এলেই বা ক্ষতি কী?
এই প্রেমহীন হৃদয় মমিতে একপশলা বৃষ্টি না হলেই বা ক্ষতি কী?
চোখের কিনার ঘেঁষে যে উত্তাল মহাসাগরের অথৈ জলকনা
সেখানে স্মৃতির পাতায় বিরহের পূর্ণমিলনী-না হলেই বা ক্ষতি কী?


এই সুখহীন আত্মার বেদীতে অসুখীরা হানা দিলেই বা ক্ষতি কী?
এই নিঃসঙ্গ নদীর স্রোত মাঝপথে থেমে গেলেই বা ক্ষতি কী?
বাকরুদ্ধ হৃৎপিন্ডের রেলগাড়ি যখন থেমে যাবে ইস্টিশনে এসে
তখন দুচোখের কোণে স্মারক স্মৃতির ঝর্ণা- বইলেই বা ক্ষতি কী?