এ কোন বিভ্রান্ত পথে যাচ্ছে স্বদেশ?
রাতের অন্ধকারে কালো চশমা পড়ে ঘুমাচ্ছে জাতি,
আর জাতির বিবেক ও মানবতা মশারি টাঙাতে ব্যকুল
আলস্য ঘুমের বিঘ্ন যাতে না ঘটে!


শয়তানের গোঁফের তলে মানবাধিকার হাসে দাঁড়িপাল্লা হাতে,
আর সালিশ ঘরে, কপালে এত্তো বড টিপ পড়ে
খুনিদের সাথে আঁতাতে ব্যস্ত বুবু আর সুশীল সমাজ !


বড় ভাইয়ের ইচ্ছার কাছে বিক্রি হয়ে যাচ্ছে দেশ পরাধীন হবে বলে,
আজ্ঞে-আজ্ঞে-আজ্ঞে বলে মুখের ফেনা ছুটে দেয় শাসকের দল;
রাইফেল তবু গো ধরে বসে থাকে ক্রসফায়ারের নেশায়।
ভিখারির পথ আগলে দাঁড়ায় পুলিশের বেয়নেট
রুটি চোরের ক্রসফায়ারে উল্লসিত জনতার মিষ্টি বিতরণ দেখি রাজপথে!


মেধা শূন্য প্রজন্ম একের পর এক দিচ্ছে পাশ
পা-চাটা কুত্তা হবার স্বপ্নে;
আর শহীদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে ওঠে
স্বঘোষিত কজন মুক্তিযোদ্ধা-শকুনের মতো।


তবে কী কালো কাফন পড়া এ জাতির ঘুম ভাঙবে না?
তবে কী কালো চশমা পড়া এ জাতির ঘুম ভাঙবে না?
এত সব জানা নেই এই অ-কবির...
কারণ, কবির কলমেও আজ ভর করে আছে
গুম ও ক্রসফায়ার নামক শ্যাওড়া গাছের প্রেতাত্মা...


19-6-2016
Subhan Industrial Area, Kuwait