এই জোৎস্নার কাছে কতখানি ঋণী হয়ে আছে পৃথিবীর সব কবি
তা কেবল রাতজাগা পাখিরা জানে- আর জানে জেগে থাকা চাঁদের বুড়ি।
জোৎস্না শুধু অন্ধকার রাত্রির রংধনু নয়, জোৎস্না শুধু আকাশ নদীতে
শান্ত ধূসর স্রোত নয়, জোৎস্না মানে কলমের বীর্যে একেকটি কাব্য-
সন্তান জন্মের সাক্ষী, জোৎস্না মানে সারারাত জেগে জেগে কবিদের
বিশেষ উদযাপন, জোৎস্না মানে ঘুমকে বিকিয়ে অমরত্বকে ছোঁয়ার ক্ষণ।



০৮/৮/২০১৬