একদিন এই রেলগাড়িতে চড়ে
মুখোমুখি দুজনে বসে জানালার ধারে
অনেক দূরে যাবার ইচ্ছে ছিল;
একদিন পাহাড়ি জুমের ক্ষেতে
বৃষ্টিস্নাত সন্ধ্যায় মেঘের টঙ ঘরে
বাসর সাজানোর খুব ইচ্ছে ছিল;
একদিন পালতোলা নৌকায় ভেসে ভেসে
নদীর বুকে জেগে ওঠা কোন নতুন চরে
‘ভালবাসি তোমাকে’-বলার ইচ্ছে ছিল;


একদিন গভীর রাতে খোলা আকাশের নিচে
জ্যোৎস্নার মায়াবী বৃষ্টিতে ভিজে ভিজে
হৃদয়ের ব্যাকুলতা জানানোর খুব ইচ্ছে ছিল;
ইচ্ছে ছিল কোন এক বসন্ত বিকেলে
হাত ধরে হাঁটবো দুজন নির্জন মেঠো পথে
কয়েকটি কৃঞ্চচূড়া গেঁথে দেবো তোমার খোপায়;


জীবনের যত অপূর্ণ ইচ্ছেগুলো
দীর্ঘ থেকে দীর্ঘ হয় বেলা শেষে,
তুবও আমার ইচ্ছেগুলো হয়না কখনো পূরণ,
ইচ্ছেগুলোর হয়না কখনো মরণ।


০৫/৮/২০১৬