আমারো যদি থাকতো পাখা ঐ পাখিদের মতো
যেতাম উড়ে নীল আকাশে হতো মজা কতো!
শহর ছেড়ে অনেক দূরের অজানা কোনো গাঁয়
যেতাম উড়ে যখন খুশি- কেউ পেত না আমায়।
মাঠঘাট আর বন পেরিয়ে দূরের নদীর তীরে
হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক পাখির ভীড়ে।
স্বপ্নে আমি প্রতি রাতেই নীল আকাশে উড়ি
অজানা এই পৃথিবীটার সবখানেতে ঘুরি।