গতরাতে উড়ে আসা ক্লান্ত মেঘপুঞ্জেরা
পাহাড়ের কোলে চোখ বুঝে ঘুমিয়েছে সারারাত;
বহুকালের বিচ্ছেদ ব্যথা ঘোচানোর আনন্দাশ্রু
শীতল করেছে প্রেয়সীর জমিন বিভোর বৃষ্টি হয়ে ঝরে_


পুড়ে যাওয়া শস্যক্ষেত ছেয়ে গেছে দূর্বার চাদরে
পত্রপল্লবে জমা ধুলোর আস্তরণ ধুয়ে মুছে সজীব হয়েছে বন
তৃণগুল্মের শাখায় শাখায় সহাস্যে ফুটেছে হাজারো রঙিন ফুল।


অথচ, আজন্মকাল ধরে বয়ে চলা আঁখির অশ্রুরা নেভাতে পারেনি আমার
হৃদয় গহীনে লাগা লাভার আগুন।


:-হে ক্লান্ত আঁখি-
তুমি বরং তুষার বৃষ্টি হয়ে ঝরো,
নিশ্চয় দু'ফোটা লোনা অশ্রুর চেয়ে
বরফে জমানো তুষার অনেকটা শীতল।