হাত নেড়ে ডেকেছে সময় কী করে বসে থাকি ঘরে
হিমঘরে শুয়ে-বসে কিভাবে পার করি অলস দুপুর!
গুমরে কাঁদা গহীনের আর্তনাদ শুনে
কী করে বাঁধা পরি তোমার মেহেদী রাঙা সন্ধ্যায়
বলো!


ওরা মুক্ত বিহঙ্গে ওড়া পাখিকে বন্দী করেছে খাঁচায়
বাতাসের ডানা ভেঙে হত্যা করেছে স্বপ্নকে
ষোড়শী স্বদেশের কপালে লেপ্টে দিয়েছে অপবাদ;
আর আমি কি-না তোমার চিবুকের উঞ্চতায় ভাসবো
অলিক সুখে?


আমাকে যেতে দাও;


দুর্বোধ্য ব্যাসার্ধের বৃত্ত পেরিয়ে আমি
পৃথিবীর মানচিত্রের পাতা ভরে লিখে যাবো প্রতিবাদ,
আকাশের দেয়ালে দেয়ালে
      তাদের নাম লিখে সেঁটে দেবো চিকা,
প্রত্যাখ্যানের স্লোগানে আজ আগুন জ্বালবো অলিগলি-রাজপথ__