সেই ভালোবাসারা আর কভু আসবে না ফিরে
স্মৃতির জমিনে পোড়া ছাই কাঁদাবে নীরব
মাকড়সার জাল অক্টোপাসের মতো ধরবে ঘিরে।


নদী ভেবে একদিন যে জলে ভাসিয়েছি ভেলা
সেখানেই লুকিয়ে ছিল চোরাবালি মন
সিডরের রক্ত চক্ষুকে উচ্ছ্বাস ভেবে করেছি আমি হেলা।


ভুল বুঝে ভালেবাসা চলে গেছে দূরে
সঙ্কীর্ণ আকাশে দেখি ঘনীভূত মেঘ
সীমাহীন বিরহে আমি নিঃশেষ পুড়ে পুড়ে।


আবার যদি ফিরে আসে সেই ভালবাসা
যতনের ব্যাপ্তিটা বেশি হবে কিছু
লুকিয়ে রাখবো তাকে রক্ত শিরায় দূর হবে হতাশা।