মনের ভেতর সারাক্ষণ হুহু করা হাওয়া,
কী যেন হারিয়েছি দূর অতীতের কালে
কী যেন হারিয়েছি কোনো এক বিকেলের ঝড়ে
হারিয়েছি সবকিছু বিস্মৃতির ফেরারি হাটে__


মনে করার ব্যর্থ প্রচেষ্টায় কতরাত হয়েছে সকাল
কতরাত অশ্বত্থের ধ্যানে নিবিষ্ট থেকেছি এই নদীঘাটে,
জোনাকির আলোয় এখানে-সেখানে কতই না খুঁজেছি আমি!
বিস্তৃত কুয়াশায় ঢাকা স্মৃতিগুলো মনে পড়েনি কখনো,
যেন সব আড়াল হয়েছে দূরে
       দাগী ফেরারির মতো!


অবশেষে, সময়ের হাতে সঁপে দিয়ে সব
            এখন শুধুই প্রতীক্ষার প্রহর গোনা__
জানি, বহুবার খরস্রোতা নিগারের পাড় ভেসে গেছে উজ্জীবিত আষাঢ়ের বানে,
আবার ভাসুক__
নদীতীর ভেঙে হয়তোবা উঁকি দিবে প্রাচীন সভ্যতা কোনো,
হয়তো প্রাচীন কোনো তাম্রপাত্রের গায়ে লেখা আছে আমার বিস্মৃত স্মৃতি
ধুলো জমা কোনো শিলালিপির গায়ে লেখা আছে হারানো অতীত।