চঞ্চল দুখানি পা আজ থেমে গেছে
কিছু লিখতেও পারিনা হাত যেনো বাঁধা
ট্রাফিকের সিগন্যাল গতি ক্ষীণ করে অবশ করেছে স্নায়ু !
যার চোখে ছিলো হাজারো স্বপ্নের আলো
পিছুডাক ভোলা সেই যুবকের চোখে, আজ শত কান্না
পউশের প্রভাতে ঝরা শীতের কুয়াশা আঁকা ।


দস্যু লুটেরা নিচ্ছে লুটে জীবনের সব কোলাহল
বুকের পাঁজর ছিদ্র করে নিচ্ছে সব সূর্য কেড়ে
রক্ত পিপাসুর দল ।
সে পথিকের পথ আজ বাঁকা হয়ে গেছে
ঠিকানা হারিয়ে পথিক পথ চলে উজানের পথে;


তোমার গন্তব্য কোথায় হে মুসাফির ?