যখন সব হারিয়ে আমার উদ্বাস্তু কাটছে সময়
তখন কেনই বা ফিরে এলে শরণার্থী হয়ে?
কী আছে দেবার আর!
মাঝে কেটে গেছে বহু বসন্ত পাড়__


কতটা ব্যবধান হলে বিচ্ছেদ বলে জানো?
কতটা মাধ্যাকর্ষণ পেরোলে বিস্মৃতির কাফন পড়ে
            বসে থাকে দূরের পিছুটান?          
আমি তো সব শর্তই করেছি পূরণ, তবে কেনো
যাযাবর মেঘ হয়ে ভিড় করো আমার ছাউনিহীন
               দুচোখের আঙিনায়?


ফিরে যাও_


মরুত্তাপে শাশ্বত প্রেমগুলো শুকিয়ে গেছে সেই কবেই
জল শূন্য পাথরের অনুর্বর আত্মার গভীরে ভালোবাসার সুপ্ত বীজ বুনে কী লাভ বলো?