পুঁটিমাছ ডেকে বলে ওহে ভাই বোয়াল,
কী খেয়ে বানালে তুমি এতবড় চোয়াল!
দাঁত তো নয় বুঝি আস্ত করাত
পিলে যায় চমকে হটাৎ চড়াৎ।
ছোটো সব ভয়ে কাঁপে দেখে করো গর্ব
ভেবে তুমি বসে আছো মহারাজ সর্ব;
চুনোদের অভিশাপে পুড়ে হবে ছাই
জানো কত বদদোয়া করেছ কামাই?
একদিন ফাঁস জালে ধরা পরে যাবে
বাবুরা কড়াইয়ে ভেজে মজা করে খাবে__


বোয়াল হাসিয়া বলে শোনো চুনোপুঁটি
দাঁত নিয়ে কেন করো মিছে খুনসুটি!
জেনেটিক বলে কিছু কথা আছে জানো?
পিতা গুনে সন্তান এ-ই কথা মানো?
চুনোদের না খেলে বলো-তো গবেট
কিভাবে ভরাবো আমি এতবড় পেট?
আমি খাই চুনো আর বাবু খায় মোরে
ভারসাম্য বজায় তাতে বুঝেছ কি ওরে?
প্লাংকটন খেয়ে বাঁচো-তারও আছে প্রাণ
মোর চোখে চুনোগুলো তারই সমান।