উৎসর্গঃ কমরেড চে গুয়েভারা


তুমি ফিরে এসো কমরেড
ফিরে এসো আলোস্য বাতাসে বারুদের গন্ধ হয়ে
ফিরে এসো তরবারির শানে সিদুঁরের রক্ত মেখে,
আমরা তোমার অগনিত উত্তরসূরি জেগে আছি এই পৃথিবীতে
সাম্রাজ্যবাদের  দাম্ভিকতাকে ফাঁসি দিয়ে নিশান উড়াবো আজ কৃষকের ক্ষেতে
শোষিতের ভগ্ন কঙ্কালের শপথ নিয়ে আমরা জেগে আছি,
জেগে আছি তোমার ফেরার পথে বিস্ময়-হাহাকারে।


তুমি ফিরে এসো কমরেড
ফিরে এসো স্যাঁতসেঁতে শ্যাওলা মানচিত্রের উদ্বাস্তু শিবিরে
ফিরে এসো নির্যাতিত ও নিরন্ন মানুষের অশ্রু ঝরা বস্তিতে
আগ্নেয়গিরির দীপ্ত শিখা জ্বালিয়ে দাও লির্লিপ্ত রক্ত শিরায়,
কঙ্গো থেকে বলিভিয়া, রাশিয়া থেকে ভারতবর্ষ
সবখানে প্রস্তুত তোমার বিপ্লবী গেরিলারা।


তুমি ফিরে এসো কমরেড
ফিরে এসো এই যুদ্ধের ময়দানে রক্তবৃষ্টি হয়ে
ফিরে এসো স্বকীয় দীপ্তি ছড়িয়ে রাইফেল কাঁধে রাজপথে,
প্রকাশ্যে সঙ্গ নিবো তোমার পিছু পিছু বাধাহীন অগ্নি পেশি
কুলি-মজুর আর স্বাধীনতাকামী আত্মাদের মহাসমাবেশে
তোমার কন্ঠে আবার ঘোষিত হোক বিল্পবের ইশতেহার
সাম্রাজ্যবাদের মুকুট রক্তাত্ত হোক আজ লাঙলের ফলায়।



১০/৭/২০১৬