আঁধার নেমে আসে জোনাকির বনে
আকাশের ল্যাম্পপোস্ট ঢেকে রাখে
                 বিষণ্ণতায় কেঁদে ওঠা মেঘ!
অথচ, তারাদের সাথে আজ আমার সুগন্ধের উৎসবে যাবার কথা ছিল
নিদ্রামগ্নের চেনা গলি পাড় হয়ে বহুদূর...
স্মারকলিপির শহরের সংসদে- নর্তকীর গান শুনে দুঃখ ভুলার নিমন্ত্রণ ছিল।


এখন হতাশাগ্রস্ত আমি আর আমার নিবৃত্ত মনুমেন্ট
বসে আছি মুখোমুখি
                অন্ধকারে,
বাইরে তুমুল ঝড়,
বিবস্ত্র অমানিশার ভাস্কর্যে চেতনার নির্যাস জমা রেখে এখন
ঠোঁটের কোণে চেপে রাখি আসক্তির বহু বহু প্রেম
বিবেকের দংশনে,
                   লজ্জায়_


৩০ মে ২০২৩