এই আকাশে সূর্য ওঠে যখন
তখন তুমি বৃষ্টি হয়ে নামো,
আমার সবই ভাসিয়ে নিয়ে
প্লাবন জলে ডুবিয়ে দিয়ে
কষ্ট হয়ে থামো।


আমি যখন নিভৃত লোকালয়
কুৎসা রটাও তুমি তখন হাটে,
মোমের তাপে পাথর কী আর গলে?
আকাশ মাটি একসাথে কী চলে?
কী আসে যায় পোড়া মাটির
ছাই যদি কেউ চাটে!


জানি,
তোমার আকাশ রোদ ঝলমল
আমার আকাশ ঢাকা
তোমার উঠোন জনাকীর্ণ তাই
আমার উঠোন ফাঁকা,
তোমার আমার বিশদ ফারাক
তাইতো দূরে থাকা।