রাহেন মিয়া ফালতু প্যাঁচাল শুনছি এগলা অনেক
আপনার কথা শুইনা মানুষ ফকির ডজন খানেক;
আপনি, মিঠা কথায় বিশ্বসেরা কামের বেলায় ঠুস
ভূরি একখান বানাইছেন গো! কী সুন্দর নাদুস!


খালের ওপর বাঁশের সাঁকো বাইন্ধা নাকি দিবেন
বিনিময়ে হগ্গল লোকের দোয়া আপনি নিবেন,
উপর থাইকা আইছে বাজেট সব জনের তা জানা
লুইটা-পুইটা খাইয়া এহন করতাছেন তালবাহানা!


চৌকিদারের চাকরী দিবেন এই কথাটা শুইনা
চোদ্দ হাজার নগদ দিনু আপনার হাতে গুইনা;
হেইদিন থাইকা ধরা দেননা ঘুরতাছি পিছপিছ
এহন, রাস্তাঘাটে দেহা হইলে করেন খিছখিছ!
হাঁস-মুরগি বেইচা বৌয়ের- দিছ্নু পয়সা জমা
ক্যামনে পারলেন লুইটা নিতে! দিমু না মুই ক্ষমা__


এহন আবার জিগাইতাছেন রিলিফ লাগবো কিনা?
জানি, পরের ভালো কেউ চায় না নিজের স্বার্থ বিনা।
গাও-গতরে খাইটা খাই, দূর দেশে দেই কামলা
প্রাপ্য রিলিফ তাও নিমুনা, থানায় করেন মামলা।