এখনো দীর্ঘ পথ বাকি, এখনো রাত্রি সীমাহীন;
এখনো সুনিদ্রার গভীরে আকস্মিক গুপ্ত হানা
নির্মলের চিবুকে সুতীক্ষ্ণ নখের আঁচড়;
এখনো অমবস্যার অন্ধকারে অস্পষ্ট ছায়াপথ ধরে
সাম্রাজ্যবাদী পোত্তলিকতার পায়ে মাল্যদানে বিভোর ভগবান। এখনো
বাতাসে ধর্ষিতার চিৎকার শুনে খিলখিল হাসিতে ফেটে পড়ে নির্লজ্জ বজ্রেরা!


এখনো ভোর হতে বহু বাকি, সকালের সূর্য-কোটি শতাব্দী দূরের পথ,
এখনো কঠিন শিলার আঘাতে ভেঙে যায় লাঙলের ফলা
বুভুক্ষু শিশুরা ডাস্টবিনে খুঁজে পায় মমতাময়ী ঈশ্বর;
অসভ্যের বিষদাত ভাঙার স্বীকৃতি হিসেবে মেলে ঘৃণা! এখনো
বিনষ্টকারীদের নিগ্রহে অসহায় শোকার্ত এই মানচিত্রের প্রকৃতি
রাত্রির কালো ক্যানভাসের ভাঁজে ভাঁজে আয়েশে মত্ত জলরঙের কিছু কীট।



০৮/৫/২০১৭