তোমার বুনে যাওয়া দুঃখের চারাগুলো সযত্নে আগলে রেখেছি
বুকে
প্রতিদিন চোখের জলে সেচ দিই
হৃৎপিণ্ড পোড়া ছাই মিশিয়ে দিই মাটির গভীরে তোমার
রেখে যাওয়া শেষ স্মৃতি,
শেষ স্মারকচিহ্নে_


স্বপ্নেরা আর স্বপ্ন দেখে না
বিষাদগ্রস্ত বহুদিন_
আপন বৃত্তে ঘুরে ঘুরে
ঝাপসা চোখ দুটি উন্মুক্ত করে দিই স্মৃতির ফলকে,
কার্নিশে জমে থাকা রোমন্থন রশ্মির আলোয় বেড়ে উঠুক
তোমার বুনে যাওয়া কষ্টেরা
বেড়ে উঠুক দীর্ঘ অনেক_


বহুদিন বুক ভরে বিশুদ্ধ নিশ্বাস নিতে পারিনি এই নরকের পৃথিবীতে
অজস্র মিথ্যা আশ্বাসের জোয়ারে
সত্যিকারের মমতার ছায়া বড়োই অভাব;


জানি,
তোমার বুনে যাওয়া দুঃখের চারা একদিন বড় হবে আকাশ সমান
সেদিন, বেড়ে ওঠা শাখা-প্রশাখারা ছায়া দিবে মেঘের মতন
ভুলিয়ে রাখবে
একজীবনে সহস্রবার ঝলসে যাওয়া বেদনার অতীত_