যেতে যেতে সন্ধ্যা হবার পরেও
হেঁটেছি অনেকটা পথ, হেঁটেছি
একাকিত্বকে সাথে নিয়ে অন্ধকারের সীমানায়
একা একা!
পেরিয়ে এসেছি কতটা পথ
আর সম্মুখে কতটা বাকি
তা জানা হয়নি এখনো।
আকাশের অস্পষ্ট ছায়াপথ ধরে ধরে
হাঁটছি আমি একা অন্ধকারের অচেনা গলিতে
আজও_।
গন্তব্য জানা নেই, ঠিকানাও ফেলেছি হারিয়ে,
শুধু জানি, এই নদী পেরুলেই যে বন শুরু
সেই বনের পরেই আছে এক বিস্তৃর্ণ মহাসাগর;
রাত পোহাবার আগেই সেই সাগরবক্ষে জেগে ওঠা
ছোট্ট দ্বীপে পৌঁছাতে হবে আমায়। সাগরের বিস্তৃর্ণ
জলরাশি ভেদ করে বাজপাখির ডানায়
মায়াবী আলোর বৃষ্টিরা মুছে দিবে যত আছে ক্লেদ।


শত শতাব্দী ধরে সেই মায়াবী সকালের খোঁজে
আমার এই দীর্ঘ পথচলা


আমি হাঁটছিই_
হাঁটছিই_