এই শহরের আদিবাসী_ আমরা কাকের জাতি
দাড়কাক আর পাতিকাক মোরা একই গুষ্টি-জ্ঞাতি।
সারাদিন ধরে ময়লা স্তুপে খুঁজি পচা বাসি
একটু যদি মেলে কিছু তাতেই হই যে খুশী।


নগরবাসী জাগার আগেই আমরা জেগে যাই
ছড়িয়ে থাকা নষ্ট খাবার আরাম করে খাই।
'কা_কা_' মোদের মায়ের মুখে প্রথম শোনা গান
দলবেঁধে গাই_ প্রতিটি ক্ষণে একই সুরের তান।


মানুষ মোদের ঝাড়ুদার বলে নেই তাতে দু:খ
আমরা কতো উপকারী পাখি সেটা হলো মুখ্য।
আমরা নাকি ছো.. মেরে নেই, জড়ায় মিছে দ্বন্দ্বে
গুজব এসব সবটুকু মিছে তোমরা আছো ধন্দে।