কারে আর বলি আমি দুঃখের কথা
যে ছিল শোনার তুই দিয়েছিস ব্যথা,
ভেঙে চুরে চুরমার করে দিয়ে মন
কোথায় হারালি তুই একাকী গোপন?


কত কথা মনে পড়ে আজ অবেলায়
মাখামাখি খুনসুটি প্রেমের খেলায়,
স্বপ্নের হাত ধরে অভিলাষে মেতে
কত কথা স্মৃতি হয়ে আছে মনে গেঁথে;


কোন বেলা-কোন দেশ-নিরালার গাঁয়
কোথা গেলে তোরে আমি খুঁজে বল পাই,
কিবা দোষে অভিমানে দিয়ে গেলি ফাঁকি
প্রিয় নাম ধরে আমি কারে আর ডাকি?


কারে আর ডাকি আমি প্রিয়তমা বলে?
দুখে পোড়ে এই বুক, আঁখি ভাসে জলে,
রঙহীন বেদনারা সারা ঘর-দোর
বিরহের ব্যথা নিয়ে ঘুমায় অঘোর।


ফিরে আয় এইবেলা সবকিছু ভুলে
রাগ-অভিমান সব শিকে রাখি তুলে,
ছোট এই জীবনটা গড়ি মধুময়
দু’জনের ভালোবাসা হোক অক্ষয়।