চন্দনা,
অন্ধকার কেটে গেছে
কখন যে হয়েছে সকাল
তবুও তোমার প্রতীক্ষায় এখনো বসে আছি
নির্জন রাঙাপথ ছেড়ে
এই পাহাড়ি ঝর্ণার পাশে ।


জানি, প্রতিদিন সকালে তুমি এই ঝর্ণা থেকে
                    জল নিয়ে যাও কলসি ভরে;
আজ তুমি একা এসো চন্দনা  
                    সখীদের নিয়োনা সাথে
তোমাকে আমার অনেক কলা বলার আছে ।


চন্দনা, এতোটুকুও সংকোচ রেখোনা;
জানি তোমার অনেক সীমাবদ্ধতা আছে
যতটা আমার নেই।
কখনো ভেবোনা মনে
কথা দিয়ে আসতে পারোনি বলে আমি রাগ করেছি !


প্রতীক্ষায় এতো প্রাপ্তি আছে
তা বুঝিনি কখনো আগে,
তবে তার চেয়েও বেশি প্রাপ্তি বুঝি
                           প্রতীক্ষার অবসানে,
তাইতো তোমাকে চাই হৃদয়ের কাছে পেতে
তুমি ফিরে এসো সমস্ত প্রতীক্ষার অবসাদ ভেঙে।