চন্দনা; সেই যে চলে গেছো
তারপর থেকে এ বুকে অনন্ত কুয়াশা জমা
যেনো আর কোনদিন সূর্যোদয় হবেনা এখানে
                                  তোমাকে ছাড়া ।


হয়ত তোমাকে ছাড়া কোনদিন বাজবেনা বাঁশি আমার পৃথিবীতে
বসন্তও আসবেনা বুঝি ডাকবেনা কোকিলেরা ।
তবুও প্রতিদিন ঐ চিল ফিরে আসে
তার সাথে বড্ড মিতালী হয়েছে আমার;
তোমার গড়ন খুব করে বুঝিয়ে দিয়েছি তাকে
কথা দিয়েছে সে তোমাকে খুঁজে বের করবেই ।


মাঝে মাঝে ভাবি চন্দনা, কোথাও কি ভুল হচ্ছে আমার !
কথা দিয়ে তুমি না আসতেই পারোনা
তবে কি সেদিনের সব ভুল, সব স্বপ্ন;
তবে তাই হোক
সেই স্বপ্নের খোঁজেই খুঁজবো তোমায়
রাঙামাটির পথে পথে
তোমাকে খুঁজবো প্রতিদিন প্রতিরাতে, ধর্মীয় দীক্ষায়
তোমাকে খুঁজবো আমি পাহাড়ের চূড়ায়, ঝোঁপের আড়ালে,
                                                    ঝর্ণার পাশে ।


তুমি ফিরে এসো চন্দনা
তুমি দেখা দাও।