চন্দনা; এখনোকি তোমার আসার সময় হয়নি ?
বেলা যে যায় বয়ে
গোধূলীর ক্লান্ত বেলায়
সময়যে কাটেনা আর তোমাকে ছাড়া ।
তবু আমি একা বসে আছি
তুমি আসবে বলে; চন্দনা আমার ।


তুমি আসবে আজো
কথা দিয়েছিলে কাল,
তাইতো মহাশূন্যের স্তব্ধতায়
বিশ্বাসে বসে আছি একা
শুধু তোমারি প্রতিক্ষায় !  
তবুও তুমি যদি না রাখো
তোমার দেয়া সে কথা
তবে মুহুর্তেই প্রতিক্ষার আকাশ  ছেঁয়ে যাবে
ঘন কালো নিরাশার মেঘে ।


প্রিয় চন্দনা; প্রিয় ভালবাসা
জানি, অবশ্যই তুমি আসবে
তাইতো সদ্য ফোটা জবাফুলের মতো
কিছু গভীরতম লাল ভালবাসার কথা
হৃদয়ে রেখেছি গেঁথে,
দুচোখে আমার সাজিয়ে রেখেছি
অব্যক্ত কিছু কথা অনুপম ভাসা ভাসা ।


তবুও তুমি আসলেনা বলে
দুচোখ পদ্মা-মেঘনার মোহনায় মিশে গেলো ।
তবে কি তুমি ভুলে গেছো
তোমার দেয়া সে কথা ?
নাকি তোমারো পরছে মনে
ব্যস্ততা আর পরিজনের রক্ত চক্ষুকে ফাকি দিয়ে
আসতে হচ্ছে দেরি;
নাকি দেরি করছো তুমি
আরেকটু অন্ধকারের অপেক্ষায় !  


চন্দনা; আমার প্রিয়মুখ
পাহাড়ি মেয়ে আমার ।
তোমার প্রতিক্ষায় অনন্তকাল বসে থাকবো আমি
যদি তুমি নাও আসো ।
তবে শুধু একটিবার নিশ্চয়তা দিয়ে যাও
তুমি হারিয়ে যাবে না
দূর অজানার সীমাহীন স্তব্ধতায় ।