আমেনা-রে আমেনা
মন দেখি তোর গলেই না
একটু ফিরে দেখ্,
মিছে মিছে ভাবিস যত
নইকো আমি মন্দ তত
পদ্দি কিন্তু শেখ!


আমেনা-রে আমেনা
নইতো আমি অন্ধ-কানা
একটু মুচকি হাস্,
প্রতাপপুরের সুন্দর আলী
যার সাথে তোর মিতালী
সে কিন্তু বদমাশ।


আমেনা-রে আমেনা
করিসনে আর বাহানা
এই চিঠিটা ধর্,
তোর জন্যে মন দিওয়ানা
কিচ্ছু ভালো লাগে না
খাওয়াসনে চক্কর।