পূর্ণিমা হারিয়ে গেছে আজ যমুনার বালিয়াড়ি তীরে
নিমগ্ন বিবেকেরা ব্যস্ত কোনো এক কুৎসিত বিপদ বার্তায়-
যদি ভোর হয়!
এই মধ্যরাতে দৃষ্টির প্রান্তে কেউ জেগে নেই
গুটিকয়েক তারা সঙ্গী আমার এ অনন্ত কুয়াশায়।


কুয়াশার চাদরে ঢেকে আছে পৃথিবীর অহংকার
থাকুকনা এ অন্ধকার অনন্তকাল;
প্রত্যাশী আমি অনন্তকাল রাত্রির।


আমি চাই না ব্যস্ত নগরীর সভ্যতার ড্রেনে
এক টুকরো রুটি সন্ধানরত ক্ষুধার্ত শিশুর কান্না দেখে
           ভোরের সূর্য হাসুক।
আমি চাই  না দিনের আলোয়
ক্ষুধার্ত নেকড়ের লোলুপ দৃষ্টি পড়ুক
আমার মায়ের ছেঁড়া শাড়ি আর বোনের জীর্ণ ব্লাউজ দেখে_


মেঘ তুমি ঢেকে দাও তারার কটাক্ষ হাসি
ঘোর অমানিশায় ঢেকে যাক তামাম ধরিত্রী
আমি ভোরের আলো চাই না
               চাই গাঢ় অন্ধকার
               চাই অনন্তকাল রাত্রি।