যদি ফিরে আসতে কখনো ইচ্ছে জাগে
যদি অভিমানগুলো শুভ্র কুয়াশায় সিক্ত হয় কোনদিন,
তবে ফিরে এসো তুমি অথৈ জ্যোৎস্নাস্নাত কোন এক ধূসর সন্ধ্যায়_


বহুকাল ধরে দু’চোখের স্যাঁতসেঁতে জমিনে
প্রান্তিক কৃষক হয়ে ফলায় আমি দুঃখের ফসল,
বহুকাল ধরে হারিয়ে যাওয়া সপ্তর্ষিমণ্ডল খুঁজে ফিরি
অসীম শূন্যতার পথে পথে! নির্জন আঁধার রাতে
সেইসব অতিশয় দুঃখগুলো-
ভাঙা হৃদয়ের ব্যর্থতা হয়ে করাঘাত করে আমার শুষ্ক হৃদয়ে
আজও_

এখনো প্রতিরাতে আমি দুঃখনিদ্রার গভীরে
তোমার আকস্মিক পায়ের শব্দে দিশেহারা হয়ে পড়ি,
এখনো দু’চোখের বর্ষায় কালের সমাধি হতে উত্থিত হয়
ফেলে আসা অতীতের সুখস্মৃতিময় পঞ্জিকার পাতা।


যদি অভিমান ভুলে
ফিরে আসো কখনো তুমি, তবে ফিরে এসো-
ধূসর বৃষ্টিতে ভিজে ভিজে কোন এক মায়াবী
সন্ধ্যারাতে;
বহুকাল ভালোবাসাহীন এই শুষ্ক মরূর জমিন
আমি জ্যোৎস্না বৃষ্টিতে ভিজে ভিজে
শীতল করে বসে থাকবো
তোমারই প্রতীক্ষাতে_