শেষ বিকেলের রোদ স্পর্শ করতেই
মন ভারী হয়ে গেল,
মনে পড়ে গেল – ক্ষণিক বাদেই শুরু হবে
          দীর্ঘ এক বিষাদের রাত,
সলিল সমাধি হবে এ রাতে
             মঙ্গলের সংকোলন,
অসুরেরা সব ভিড় করবে অন্ধকারে
মুক্তিকামীরা আলস্যে ঘুমাবে চিরকাল,
শত্রুসঙ্কুল দীর্ঘ রাত ক্রমেই গিলে খাবে
                বিনয়ের প্রতিটি অক্ষর।



২৯/৪/২০১৭