বৃষ্টি এলো ভরলো উঠোন
    ডুবল নদীর দু'কূল
ধবল বকের ডানায় ভেসে
    ফুটলো শাখায় বকুল।
কদম গাছের ডালে ডালে
    হলুদ রূপের আভা
বাড়িয়ে দিলো বরষা দিনের
    গ্রামবাংলার শোভা।


দক্ষিণাকাশে মেঘের রাণী
    ছড়িয়ে দিলে পাখা
ঘ্যাঙর-ঘ্যাঙ ব্যাঙ ডেকে যায়
    স্নিগ্ধ শ্রুতি মাখা।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
    টসটসে জাম কালো
বর্ষাকালের কোমলতা
    সবাই বাসি ভালো।
দীঘির জলে পদ্ম ফুলের
    কী অপরূপ বাহার
হাঁসেরা সব ভিজে ভিজে
    করছে শামুক আহার।


নৌকাগুলো নদীর জলে
    পাখির মতো উড়ে
পালের ডানায় ভেসে ভেসে
    যাচ্ছে অনেক দূরে।
পানির তলার রুইকাতলা
    যেনো, পাতাল দেশের গাড়ি
ঢেউয়ের তালে সাঁতার কেটে
    দিচ্ছে সাগর পাড়ি।
মেঘ গুড়মুড়_ মেঘ গুড়মুড়
    এমন বাদল দিনে
ঘরের কোণে একলা বসে
    দিন কাটে আনমনে।