যতবার বাড়িয়েছি পা ভুল পথে
অতিক্রম করেছি নিষিদ্ধ গলির উম্মাদনা,
যতবার নরকের শ্যাঙলায় ডুব দিয়ে হয়েছি কুৎসিত-
         ক্ষোভের অাগুনে পুড়েছে বিবেক
ততোবারই-তুমি আমাকে টেনে তুলে করেছ সুদর্শন,
বুকের ভিতর জাগ্রত লাভা শীতল করেছ তুমি
                              প্রবাহিত অহিংস ছোঁয়ায়।
তাইতো যতবার হারিয়েছি পথ অভিশাপে
সর্বগ্রাসীর অশুভ প্রবাহে হয়েছি অবসন্ন
ততোবারই-করুণার্ত আর্তনাদে খুঁজেছি তোমাতে আশ্রয়
                    খুঁজেছি তোমার চোখে দীঘির স্বচ্ছ জল;
জানি, সেখানেই আছে বিস্তৃর্ণ নীলাকাশ
সেখানেই আছে বিশুদ্ধতার মন্ত্র।