বুকের ভেতর যে উত্তাল প্রশান্ত মহাসাগর আছে
সেখানেই স্তুপ হয়ে বসে থাকে জীবনের যত না পাবার বেদনারা,
বারবার তারা ফিরে আসে সিডরের ঢেউ হয়ে
                                        হৃদয়ের সৈকতে।


সমস্ত সৈকত জুড়ে আঘাতের ক্ষতগুলো
প্রবল গর্জনে জলোচ্ছ্বাস হয়ে ভাসায় চারেদিক,
আমাকে খুব করে কাঁদায়
আমি দিশেহারা হয়ে যাই, দিগ্বিদিক ছোটাছুটি করি
               একটু আশ্রয়ের খোঁজে...


তুমি কী আমার কান্না শুনতে পাও ?
তুমি কী আমার অসহায়ত্ব বুঝতে পারো ?


তোমার সুকঠিন হৃদয় নীড়ে
আমাকে কী একটু আশ্রয় দিতে পারো না তুমি ?