হয়ত আর ফেরা হবে না আমার,
হয়ত আর কোনদিন একসাথে বসা হবে না দুজনে
                                বৃষ্টিস্নাত সন্ধ্যাবেলায়;
সাগরের ঢেউয়ে আজ জলোচ্ছ্বাসের আনাগোনা-
                                    প্রতিশোধের অভিষেক
সাতশো কিলোমিটার বেগে ধেয়ে আসছে উত্তাল তরঙ্গরাশি,
তুষারের নদীতে জমেছে আজ বরফের হরতাল
নৌকার পাল বিছিয়ে অলস মাঝিরা শুয়ে থাকে শীতার্ত মাছের মতন!


বারমুডা ট্রায়াঙ্গেল ভ্রমনে গেছে সব বিমানের ক্রুরা
কবিতা আবৃত্তি শিখছে তারা জাহাজের জেটিতে বসে,
রেল লাইনগুলোও গলে গেছে বারুদের উত্তাপে
টোকাইরা কুড়িয়ে বিক্রি করছে লোহা-ভাঙরির দোকানে
                              পেটে তাদের দুর্ভিক্ষের কাফন!


পেট্রোল বোমার আঘাতে বাসগুলো পুড়ে ছাই মানুষের সাথে সাথে
রাজনীতির গায়ে তাই রঙিন পারদ, নেতারাও বড্ড খুশি
                               চলছে সরাসরি সম্প্রচারের মহা আয়োজন.....।
তখনো সমস্ত সৌরজগত জুড়ে একশত চুয়াল্লিশ ধারা জারী
ফেরার সকল পথ বন্ধ করে দিয়েছে স্বঘোষিত ঈশ্বর
দিকে দিকে বসিয়েছি অস্ত্রধারী পাহারা
হয়ত আর কোন কালেই তারা ফিরতে দিবে না আমায়...


১৭/৭/২০১৬
শেখ সাদ্ এয়ারপোর্ট, কুয়েত