একবার ভালবেসেই দেখো, তোমার সব ভুল ভেঙে যাবে
একবার কাছে এসেই দেখো, বিরহের জমাট বাঁধা বরফের স্তর
                                                 নিমিষেই গলে যাবে।


হৃদয়ের একান্ত ঘরে যে অন্ধকার ভুলের ভীত গেঁথে বসে আছো
ঘৃণা আর অবিশ্বাসের পাহাড় রচনা করছো মনে মনে
সেই ভুল ভেঙে দিতে কতকাল ব্যাকুল হয়ে বসে থাকি আমি,
ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে প্রেমের মেসেজগুলো বাছাই করি সারাদিন
প্রেমের কবিতার আবৃত্তি শিখি, সিঁথি তুলে চুল আঁচড়াই বাধ্য কিশোরের মতো
কেন জানো ? শুধু তোমার ভালবাসা পেতে, শুধু তোমার ভুল ভেঙে দিতে;
ভালবাসতে জানিনা এই কলঙ্ক ঘোচাতেই হবে আমার…


তোমাকে শুনাবো বলে পাখিদের কাছ থেকে শিখি আমি গান
কত অনুরোধে নদীকে রাজি করাই
শান্ত ঢেউয়ের মতো প্রেমের কবিতা লেখার কৌশল শিখে দিতে;
তোমাকে চমকে দিতে যাত্রা মঞ্চে নায়কের অভিনয় শিখি সারারাত জেগে
শরীরের সব কলঙ্ক ধুয়ে নিই বৃষ্টিতে ভিজে ভিজে,
অভিধান কিনে আনি বিশুদ্ধ কথা শেখার তাড়নায়!


বিশ্বাস করে শুধু একটিবার ভালবেসেই দেখো
বিশ্বাস করে শুধু একটিবার কাছে এসেই দেখো
আমি ভালবাসার অযোগ্য নই
                তা বোঝাতে কতই না ব্যাকুলতা আমার!



০৮/৭/২০১৬
কুয়েত