সব বাঁধা ছিন্ন করে একগুচ্ছ কাশফুল হাতে
তুমি কী আসতে পারো না? বলো!
তুমি কী আসতে পারো না শহরের মেকি ব্যস্ততাকে কংক্রিট চাপা দিয়ে
      চুপিচুপি

তুমি আসবে তা রতন মাঝিকে আগেই বলে রেখেছি আমি
বলেছি, শেষ ট্রেনের সব প্যাসেঞ্জার নিয়ে যেনো আসে,
কৈ, তুমিতো এলে না !


আমার জন্য তোমার দুচোখ এখন আর কাঁদে না বুঝি!
আমার বিরহে তুমি আর অস্থির হও না আগের মতোন;
অথচ, এমনও সময় ছিল সেভ করতে গাল কেটে গেলে
তুমি পাগলের মতো হয়ে যেতে;
কিন্তু আজ?


কতবার তোমাকে খবর পাঠালাম, আমার শরীরে খুব জ্বর
ডাক্তার বলেছে ম্যালেরিয়া হয়েছে নাকি
ওষুধও খাচ্ছি নিয়ম করে, কৈ ছাড়ছে না তো!


আমি জানি, ডাক্তারে এই জ্বর সারবে না
এই জ্বর মুহূর্তে ভাল হয়ে যাবে
যদি তুমি কিঞ্চিত ভালোবাসা নিয়ে আমার সামনে এসে দাঁড়াও,
কলসিতে রাখা এক গ্লাস ঠাণ্ডা পানি হাতে যদি এসে বলো,
"অভিমান করো না, অসুধটা খেয়ে নাও"।


আমি তোমার অপেক্ষায় আছি...