শুভ্রতা আজ সৌখিন মদ্যপে
দৈন্যতা আজ ভাঙা ঘরের খুঁটি
ইদলির বুকে শিশুর নিথর দেহ
মানবতারা নিয়েছে হঠাৎ ছুটি;


চেতনার রঙ ফরমালিনে ঢাকা
বুভুক্ষু সব ডাস্টবিনে বুক বাঁধে
রক্ত স্রোতে রাজপথ পিচ্ছিল
আকাশ আজি কার বিরহে কাঁদে?


ভেল্কি নিশান আয়না মহলেতে
শরণ্য হাতে রক্তের ছাপ আঁকা
লজ্জাবোধে বেশ্যার মুখ লাল
সব হারানোর অন্ত সীমারেখা;
      
সমাহিত আজ গর্বিত শৃঙ্খল
প্রজন্মরা চিতায় ঘুমায় সুখে
ঈশ্বর বুঝি স্বর্গলোকে বসে
স্বর্গতলে কাঁটা বিছান দুখে!