আমার কবিতার মতই
বয়সটা হয়ত একদিন পঞ্চাশ পেরুবে,
সেদিন কপালে কুচকানো ভাঁজের ফাকে
লেগে থাকা ঘামের আইষ্ঠা গন্ধে
জানি কেউ চুমু খাবে না ।


একটি কবিতা জন্মের ইতিকথা কেউ কি জানে ?
কত রাতের পর রাত দেবদারুর সাথে কথা বলা
লক্ষী পেঁচার সাথে সখ্যতা গড়া,
কিংবা ঝাউবনের বিরামহীন কান্নার কথা
কেউ কি জানে.... ?


কি লাভ তাহলে শব্দকে শৈল্পিকতায় সাজিয়ে
শ্রাবণের বৃষ্টিকে মেঘের কান্না বলা ?
কি লাভ তাহলে পানাম নগরীর ধ্বংসস্তুপের পাশে বসে
নির্বাক নক্ষত্রের সাথে কথা বলা ?
তবে কি এসব অমরত্বের বাসনা ?
নাকি কবিতার প্রতি নিখাদ ভালবাসা ? জানিনা....


শুধু জানি
আজ আমি আপ্লুত, রোমাঞ্চিত
পঞ্চাশের দোলায়, তোমাদের ভালবাসায় ।



১০/৮/২০১৩ (সকাল)