কোন পথে যাবে তুমি ?
সামনে সুদীর্ঘ অন্ধকার রাত
                  কাটার পাহাড়,
পেছনেও পারবেনা যেতে
সেখানেও রাত্রি ছিলো
নির্জলা জোনাকির মতো !


মেঘের হুঙ্কারে নক্ষত্ররা হারিয়ে গেছে;
তবুও সেদিন দক্ষিণা হাওয়া বয়েছিলো
কেটেছিলো মেঘের গাঢ়তা....;
ঠিক তখনি আশায় বেঁধেছিলো বুক
যখন মেঘের আড়ালে চাঁদের স্মিত হাসি ।
তবুও চাঁদের কিঞ্চিৎ সামর্থকে কেড়ে নেয়
                              স্বার্থপর কিছু তারা !


সেদিন গভীর সমুদ্র থেকে ভেসে এসেছিলো আহত গাঙচিল,
বলেছিলো, ‘‘দূর সমুদ্রে নিম্নচাপ
সকাল নাগাদ আঘাত হানবে তীরে
ভেঙে সব লন্ডভন্ড করে দিবে
সারাদেশে বজ্র থেকে বজ্র বৃষ্টি হবে !’’