(উৎসর্গঃ আমার স্ত্রী’কে)


আজ মিলনের দিন, আজ সবকিছু ভুলে শুধু ভালবাসার দিন
আজ স্মৃতি রোমন্থনের দিন, আজ শত অপূর্ণতা ভুলে তোমাকে পাবার দিন।
আজ থেকে ২১৯০ দিন আগে আমার ভাঙা ঘর আলো করতে তুমি এসেছিলে
তুমি এসেছিলে অতীতের সব সুখ-স্মৃতি পিছু ফেলে আমার হাত ধরে
সঁপে দিয়েছিলে নিজেকে তুমি আমার রক্ত শিরায়।

তুমি এসেছিলে এই দিনে একান্ত আপন হয়ে
তুমি এসেছিলে এই দিনে সুখ-দুখের সাথী হয়ে, সেই থেকে
শত দুখেও সুখ খুঁজে ফিরি আমি তোমার স্নিগ্ধ ছোঁয়ায়,
সেই থেকে আমার নিজস্ব বলতে কিছু নেই
যত হাসি-তামাশা আনন্দ-বেদনা সব দুজনের ভাগাভাগি।
সেই থেকে তোমার আর আমার ২১৯০ দিনের সুখের সংসার
সেই থেকে তোমার আর আমার ২১৯০ দিনের রাগ অভিমানের খুনসুটি
                                   ভেসে ওঠে আজ স্মৃতির পাতায়।


আজো তুমি পাশে আছো বলেই না পাওয়ার বেদনারা স্পর্শ করে না আমায়
আজো তুমি পাশে আছো বলেই বন্ধুর পথ পাড়ি দেই নির্দ্বিধায়
আজো তুমি পাশে আছো বলেই দুঃখকে আমি জয় করি হাসিমুখে
আজো তুমি পাশে আছো বলেই ভাঙা ঘরে ফুল ফোটে প্রতিদিন
স্বর্গ সুখও লজ্জা পেয়ে মুখ ঢাকে আমাদের সুখ দেখে।


-------------------------------------------------
০৯/৭/২০১৬ (আজ আমাদের ৬ষ্ঠ বিবাহ বার্ষিকী)