কেনো যে এতো ভাঙন চারদিকে
মানুষে মানুষেে পরিবারে পরিবারে সমাজের ভেতরে,
হৃদয়ে কেনো যে ভাঙার মর্মর শব্দ শুনি এতো?
ভাঙছে নদী ভাসছে দু'কুল ভাঙছে ঘর, চলছে অবিশ্বাসের হাওয়ায় ওড়াওড়ি।
ভাঙছে ভেতর ভাঙছে বাহির----
বুকের ভিতর বসছে এসে অচেনা এক হলদে পাখি।
সেই পাখি আজ সুখের স্বপ্নগুলো প্রতিনিয়ত ঠোঁটে করে নিয়ে যায়
পারিজাতহীন কোন এক অদ্ভুত সময়ের কার্ণিশে।
বেলা যায় প্রহর কাটে দিনে দিনে বাড়ে ভাঙনের ঋণ
নিয়তির চোখে চোখ রেখে জীবনের ভ্রান্তিগুলো কাঁদে,
ভাঙনের ক্ষত বুকে রেখে সুশীতল বৃক্ষকে  মিথ্যা লালন করে পরছি ফাঁদে।
এতো ভাঙনের পর তবুও সাঁজাই স্বপ্নের সারথী,
কিসের আশায় কেনই'বা
জন্মের চিৎকারে বার বার ঠাঁই দেই বুকে, ভাঙনের পরাজয় আর গ্লানির?
একি!তবে এভাবেই জন্মের ইতিহাস রচে----বেদনার দ্বীপ শিখা জ্বালাব চিরকাল?