সোনালী ধানের ক্ষেতে সাদা ফেনিল ঢেউ
কাজল ভেজা চোখের নালায় নির্বাক খেলায়
কচি ঘাসের ডগায় দুমড়ানো কষ্ট।
অপয়া কাকের ডানায় সকালের মৃত রোদ
উপোসী উদরের হজমের নিঃস্ব স্বপ্নগুলো---
পথ খুঁজে আটকে যায় শিশির ভেজা মাকড়সার জালে।
মায়াবী রঙধনুর নেশায় গন্ধছড়ায় বানভাসি জমিনে।
হাজারও নিরন্ন প্রজাপতি সুখ খুঁজে শোকের নির্যাসে।
বৈশাখে ক্ষেত খামারে  ধানের সলিল সমাধি
প্রপিতামহের স্বপ্নের ভিটেতে আজ নিঃসঙ্গতার ক্ষরণ।
ইঁদুরের ঠোঁট থেকে তৃষ্ণারা নেমে আসে অহর্নিশি
আমাদের স্বপ্নের ভিটের দেহে নির্জন রাতে।
উদোম দেহে পড়ে আছে সঙ্গিহীন বিস্তীর্ণ একলা এক মাঠ,
উদাস চোখের জলে ডুবে রয় নির্বাক চোখ।
ক্লান্ত দুপুরে স্বপ্নরা উড়ে মরে ধানহীন চাতালের দাওয়ায়,
তবুও চেয়ে থাকি আশান্বিত নতুন কোন ভোরের
ক্ষণস্থায়ী নিঃসঙ্গ শিশিরের পথ ধরে।